আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ রফিউল আলম ছিদ্দিকী (জিতু) এর আয়োজনে গত শনিবার দুপুরে চরশাঁখচূড়া গ্রামে তার নিজ বাড়িতে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা-কর্মী ও জনসাধারণের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক খাঁ সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বর্তমান মেম্বার মোঃ রফিউল আলম ছিদ্দিকী জিতু বলেন, ডিজিটাল গফরগাঁও এর রুপকার, তারুণ্যের অহংকার ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে ও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি আবারো মেম্বার প্রার্থী হয়েছি। তাই আগামী নির্বাচনে আমাকে পুনরায় বিজয়ী করতে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। সভাশেষে মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়। পরে বর্তমান মেম্বার রফিউল আলম ছিদ্দিকী জিতু'র নেতৃত্বে একটি মিছিল এলাকায় প্রদক্ষিণ করে।