ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন গতকাল রোববার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ, পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর কাশেম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা ও হাসপাতালে খাবার পরিবেশনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।