রংপুরের পীরগঞ্জে এসএসসি,দাখিল ও কারিগরিসহ সমমানের পরীক্ষায় গতকাল রোববার প্রথম দিনে উপজেলার জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ১ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষ জানান, এবারে উপজেলায় ৯টি এসএসসি, ২টি দাখিল ও ৩ টি কারিগরি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওইসব কেন্দ্রে এসএসসি ৯ টি কেন্দ্রে ২ হাজার ৩’শ ৬৮ জন,দাখিল ২ টি কেন্দ্রে ১ হাজার ১’শ ২৫ জন ও কারিগরি ৩ টি কেন্দ্রে ২’শ ৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে প্রথম দিনে এসএসসি তে ৯ জন দাখিলে ৭১ জন ও কারিগরিতে ১৫ জন অনুপস্থিত ছিল। উপজেলার সব ক’টি কেন্দ্রে প্রথম দিনে সুষ্ঠু এবং শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।