রংপুরের তারাগঞ্জ উপজেলায় "উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও গুজব- সন্ত্রাস মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। শনিবার (১৩ নভেম্বর) কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সভা আয়োজন করে তারাগঞ্জ উপজেলা হেযবুত তওহীদ।
গণাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, দৈনিক পরিবেশের সুমন আহমেদ, দৈনিক ভোরের দর্পণের আরিফ শেখ, দৈনিক তিস্তার খলিলুর রহমান খলিল, ভোরের কাগজের সিরাজুল ইসলাম বিজয়, প্রথম খবরের তারাজুল ইসলাম, দৈনিক দেশসেবার ইমরান প্রামাণিক, ,, দৈনিক দরবারের নাহিদুজ্জামান নাহিদ, আবদুল মালেক, খাইরুল আলম বিপ্লব, রাজ্জাক, লেবু, দ্বিপক প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় হেযবুত তওহীদ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের রংপুর জেলা সভাপতি আবদুল কুদ্দুস শামীম, নীলফামারী জেলা সভাপতি নুর আলম সরকার,তারাগঞ্জ উপজেলা সভাপতি লাল মিয়া, সদস্য আবদুল ওহাব মিন্টু, সদস্য আলহাজ¦ আবুল কালাম, নুরুজ্জামান প্রমুখ।