শেরপুরের নালিতাবাড়ী পাচগাঁও দাখিল মাদরাসায় বৃহস্পতিবার ১১ নভেম্বর দুপুরে দাখিল পরিক্ষার্থীদের এক বিদায় সংর্বন্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাচগাঁও দাখিল মাদরাসার হল রোমে সুপার মাওঃ মোঃ জাহেদ উল্লাহর সভাপতিত্বে বিদায় সংর্বন্ধনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আঃ কুদ্দুছ, রফিকুল ইসলাম, শিক্ষিকা হাসনা হেনা, রিনা আক্তার, শিক্ষক রেজাউল করিম, সঞ্জয় কুমারসহ প্রমুখ। পরে মাদরাসার বিদায়ী মৌলবী শিক্ষক আলহাজ¦ মৌলবী আঃ মতিন কে অবসর জনিত এক বিদায় সংর্বন্ধনা প্রদান করা হয়।