আগামী ২৮ নভেম্বর নিকলী উপজেলা সদর সহ ৭টি ইউনিয়নের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত শুক্রবার ছিল প্রতিক বরাদ্দের দিন। ৫নং জারইতলা ইউনিয়নের আলম মেম্বার বর্তমানেও মেম্বার হিসাবে আছেন। তিনি এবার জারইতলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আলম মিয়া ঘোড়া মার্কা প্রতিকে দাড়িয়েছেন। গত কয়েক বছর ধরে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে এসে দাড়িয়েছেন বলে জনশ্রুুতি রয়েছে। চেয়ারম্যান প্রার্থী হিসাবে দাড়াতে গিয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হলেও তিনি তা একটুও তুয়াক্কা করেন নি। শেষ পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলম মেম্বার ঘোড়া প্রতীকে ঠিকই মাঠে রয়েছেন। গত কাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জারইতলা ইউনিয়নের সাজনপুর, কামালপুর সহ বিভিন্ন গ্রামে কর্মী সমর্থকদের নিয়ে গন সংযোগ করেছেন। এ কী সাথে উঠান বৈঠক ও চালিয়ে যাচ্ছেন। আলম মেম্বার এ প্রতিবেদককে বলেন, যদি তিনি বিজয়ী হন তা হলে তার ইউনিয়নকে নতুন ভাবে সাজাবেন বলে উল্লেখ করেন।