রংপুরের পীরগঞ্জে উপজেলার ১০ ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় থানায় পৃথক ৪ টি মামলা রুজু হয়েছে। গত ১১ নভেম্বর উপজেলার ৪টি ভোট কেন্দ্রে ইউপি সদস্যের ফলাফল ঘোষণা নিয়ে হামলার ঘটনায় ৪ ইউনিয়নের ভোট কেন্দ্রে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ৮৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশ জানায়, উপজেলার ১০ টি ইউনিয়নে সারাদিনই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্র, বরদরগা ইউনিয়নের আমবাড়ী সোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, টুকুরিয়া ইউনিয়নে মোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি নাইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাইয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী বাবলু মন্ডল তার সমর্থকরা পুলিশের গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। উল্লিখিত কেন্দ্র গুলোতে পুলিশ ৮৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক ৪ টি মামলা করেছে। এ ব্যাপারে ওসি সরেস চন্দ্র বলেন, ভোট কেন্দ্রে হামলার ঘটনায় ৪ টি মামলা করা হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না, বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।