চট্টগ্রামের চন্দনাইশে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌতুক,মাদক ও মারামারি মামলায় ১০জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,উপজেলার সাতবাড়িয়া এলাকার জাহাঙ্গীর আলম, জোয়ারা জিহস ফকির পাড়ার ইব্রাহীম, মোহাম্মদ খালী এলাকার নুরুল ইসলাম বরকলস্হ কানাইমাদারীর এস এম জাহিদুল ইসলাম, চন্দনাইশ চৌধুরী পাড়ার মো: সায়েম, পূর্ব ধোপাছড়ির মাসুদ আলম ও মো:সৈয়দ, এবং পূর্ব পাঠানদন্ডী গ্রামের আবছার,আলাউদ্দিন ও আবদুর রহিম। পরে বিভিন্ন মামলায় আটককৃতদের কোট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।