চট্টগ্রামে গাড়ি ভাড়া নিয়ে বাগবিত-ার জের ধরে হেলপারের বিরুদ্ধে এক যাত্রীকে লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আবদুল হামিদ (৫৮) নামে ওই যাত্রী।
শুক্রবার রাত ১০টা দিকে নগরীর বহদ্দাহাট-আগ্রবাদ সড়কের লালখান বাজার মোড়ে এ ঘটনা ঘটে। আহত হামিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামুনুর রশিদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাসে আগে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ছিল। ওয়াসার মোড় থেকে লালখানবাজার এসে বাসের হেলপার ৮ টাকা ভাড়া দাবি করেন। কিন্তু আগে যেহেতু সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ছিল, তাই ওই যাত্রী ৫ টাকা দিতে চাইলে তা নিয়ে হেলপারের সঙ্গে বাগবিত-া হয়। একপর্যায়ে হেলপার ওই যাত্রীকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেন। এতে ওই যাত্রী মারাত্মক আঘাত পান। ফলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে গাড়িটি আটকে রাখেন। এরপর আমরা ৯৯৯ নম্বরে কল করে জরুরি সহায়তা চাইলে কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে বাসের হেলপার এক বয়স্ক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। এ ঘটনার পর ঘটনার পর অভিযোগ পেয়ে আমরা বহদ্দারহাট থেকে আগ্রাবাদমুখী ১০ নাম্বার রুটের বাসটি জব্দ করি। হেলপার পালিয়ে গেছে। তবে বাসটির চালককে আটক করা হয়েছে।