চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে ৯৫ নং মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ৩০০ ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় ভোটকেন্দ্রের পিছনে সাদা ভ্যাগের ভিতর মোড়ানো তিনটি বই অর্থাৎ ৩০০ ব্যালট পেপার উদ্ধার করে। ভোটের পরের দিন ১২ নভেম্বর শুক্রবার ওই ব্যালট পেপারগুলো পাওয়া যায় বলে স্থানিয়রা জানান।
এই কেন্দ্রের তালা মার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছে প্রতিপক্ষ মেম্বার প্রার্থীরা। ভোট কারচুপির ঘটনায় পুনর্নির্বাচনের দাবিতে এলাকায় শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে সিজার লিস্ট ছাড়া সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্ধারকৃত ব্যালট পেপার গুলি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিক্ষোভ করে। পরিস্থিতি ঘোলাটে দেখে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাবেক মেম্বার আক্তার হোসেন জানান, সাধারণ মেম্বারের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে প্রতিপক্ষ তালা মার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখকে বিজয়ী করে বড় ধরনের ভোট কারচুপি করেছে। ১১ তারিখ ভোটের দিন শেষ বেলায় কেন্দ্রে দায়িত্ব থাকা হাবিব খন্দকার, আশু মেম্বার তার ছেলে মাকসুদ সহ কয়েকজন কেন্দ্রের ভিতর থেকে ব্যালেট পেপার প্রিসাইডিং অফিসারের সাথে যোগসাজশ করে বাইরে নিয়ে এসে সিল মেরে বাকসা বোঝাই করেছে।
ব্যালট পেপার গুলো এলাকাবাসী উদ্ধার করে খবর দিলে সেখানে গিয়ে ব্যাগের ভেতর মোড়ানো ৩০০ ব্যালট পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে এসআই ওয়াসিম ঘটনাস্থলে এসে সিজার লিস্ট না করেই সাক্ষীদের সাক্ষ্য নিয়ে তা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ক্ষিপ্ত হলে তাদেরকে শান্ত করা হয়। পরবর্তীতে পুলিশ কৌশল খাটিয়ে সিজার লিস্ট না করে জব্দকৃত ব্যালট পেপারের নাম্বার সিজার লিস্টে না উঠিয়ে তা নিয়ে যায়। এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তদবির করতে শুরু করে। যারা ভোট কারচুপির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাই। এ ছাড়া এই ওয়ার্ডের পুনঃনির্বাচন দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য চাঁদপুর জেলা নির্বাচন অফিসারের কাছে জোর দাবি করছি।