চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে বিজয়ী তালা প্রতীকের মেম্বার মুরাদ মিজি(৭০) মৃত্যুবরণ করেছেন। ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী।
ফরক্কাবাদবাজারে গিয়ে জানা যায়, মুরাদ মিজি স্থানিয় কুমুরুয়া গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় বিশ বছর সভাপতির দায়িত্বে ছিলেন। বালিয়া ইউপির বিগত দুটি নির্বাচনে তিনি সদস্য পদে দাঁড়িয়ে হেরে যান। ৩য় বার প্রার্থী হয়ে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন।তার এ জয়ে তাৎক্ষিণ তাকে নিয়ে বিজয় মিছিল করে ভোটার কর্মী সমর্থক ও স্বজনরা।এর পর মুরাদ মিজি অসুস্থবোধ করলে তাকে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন।
জনপ্রতিনিধি হওয়ার জন্য বিগত ১০ বছর যাবত চেষ্টার পর অবশেষে তিনি জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু তা ভোগ করে যেতে পারেন নি। নবনির্বাচিত এ মেম্বারের মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে সবাই আপসোস করেন।