কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে মুরগাঁও গ্রামে শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণের উদ্যোগক্তা খোরশেদ আলম চৌধুরীর তত্ত্বাবধানে শফিকুর রহমান বাবুল চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আবদুল গফুর ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল আবুল মিয়াজী, বিএনপি নেতা আবদুর রহিম, জোড্ডা পশ্চিম যুবদল সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ছালেহ আহম্মেদ, প্রবাসী ফোরামের সদস্য একরামুল হক স্বপন, কামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ ৩ শ দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেন।