কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ নেতা লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি হুমায়ুন কবিরের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে নাঙ্গলকোট প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০১৭ সালের ১২ই নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যু বার্ষিকীতে শুক্রবার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ নাঙ্গলকোট পৌর সভার বেতাগাঁও গ্রামের পারিবারিক কবর স্থানে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, অধ্যাপক নজরুল ইসলাম, সমাজ সেবক এয়াকুব আলী রায়হান, মোহাম্মদ সামছুল আলম প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ভিপি হুমায়ুন কবিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন।