রংপুরের পীরগাছায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার ভরাডুবি ঘটেছে। ৮টি ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকা ও একটিতে জাতীয় পাটি এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ভাবে জয়ী হয়েছে। তবে নৌকার পরাজিত প্রার্থীর সাথে জয়ী প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক।
উপজেলা রিটার্নিং অফিস ও প্রাপ্ত ফলাফলে জানা যায়, উপজেলার পারুল ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তোফাজ্জল হোসেন। তিনি পেয়েছেন ১০০০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৪০৩ ভোট। ইটাকুমারী ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল বাশার। তিনি পেয়েছেন ৭০৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পাটির সাইফুল ইসলাম পেয়েছেন ৫৭২২ ভোট। অন্নদানগর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলাম ৫৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহবুবার রহমান পেয়েছেন ৫৭৪৪ ভোট। ছাওলা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী নাজির হোসেন ১৪৫৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ প্রার্থী আবদুল হাকিম পেয়েছেন ৭৬২৪ ভোট। তাম্বুলপুর ইউপিতে জয়লাভ করেন উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল। তিনি পেয়েছেন ৭২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ৫৭২৯ ভোট। এ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন ৫৩৫১ ভোট। পীরগাছা সদর ইউনিয়নে জয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমান রেজা। তিনি পেয়েছেন ৮৮৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পাটির শাহ রনজু মিয়া পেয়েছেন ৮১৪০ ভোট। এখানে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৫৬০ ভোট। কৈকুড়ী ইউনিয়নে জয়ী হয়েছেন জাতীয় পাটির ইউনিয়ন সভাপতি নুর আলম মিয়া। তিনি পেয়েছেন ৮৪৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম লেবু মন্ডল পেয়েছেন ৭১৬৩ ভোট। কান্দি ইউনিয়নে জয়ী হন বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম আজাদ জুয়েল। তিনি পেয়েছেন ১০১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের আমিনুল ইসলাম রাজ্জাক পেয়েছেন ৫৩৮৭ ভোট। গত বৃহস্পতিবার রাতে বেসরকারি ভাবে এসব বিজয়ীদের নির্বাচিত ঘোষণা করা হয়।
বিজয়ী প্রার্থী মোস্তাফিজার রহমান রেজা বলেন, মানুষ দল বা প্রতীক দেখে না। উন্নয়ন আর ব্যক্তি ইমেজ দেখেই আমাকে ভোট দিয়ে জয়ী করেছে। আগামী দিনে আমি সাধারন মানুষের সেবা নিজেকে বিলিয়ে দেব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। কোথায় কোন অনিয়মের কবর পাওয়া যায়নি।