জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের মধ্য গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টেবিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব টেবিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রের ভোট জালিয়াতির কারণে ফলাফল বাতিল করে পুর্ণরায় নির্বাচনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তুলশীরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো.মমিনুল ইসলাম।
তিনি শক্রবার (১২নভেম্বর) জামালপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে ছিল তারই বড় ভাই সাবেক ছাত্রলীগের নেতা,মো.শাহালম। সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ,ঐ ৩টি কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ভোট সিলমেরে নেয়। তা’ছাড়াও কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ভোটের ফলাফলসিট না দিয়ে চলে এসে ভোট সিল মেরে ৯৯.০২% ভোট প্রদান দেখিয়ে নৌকার প্রার্থীকে বিজয় ঘোষনা করেন। যেহেতু ৩টি কেন্দ্রের শতাধীক ভোটার বিগত দিনে মৃত্যু বরণ এমনকি বিদেশে অবস্থান করার পরও কি করে ৯৯.০২% ভোট প্রয়োগ দেখানো হয়েছে। এছাড়াও মুড়িবইসহ প্রায় ৪০টি সিলমারা ভোট পাওয়াগেছে। যেখানে একই ইউনিয়নে অন্যান্য কেন্দে ভোট পড়েছে মাত্র ৬০ থেকে ৬৫%। তাই ৩টি কেন্দ্রের অসামযর্ষ্য ফলাফল বাতিল করে পূনরায় নির্বাচন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মো.মমিনুল ইসলাম।