রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নানা ঘটনার মধ্যে দিয়ে গত বৃস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ইউপির প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলো- চৈত্রকোল ইউনিয়নে আরিফুজ্জামান শাহ (নৌকা), ভেন্ডাবাড়ি ইউনিয়নে সাদেকুল ইসলাম (নৌকা), বড়দরগাহ ইউনিয়নে মাফিয়া আকতার শীলা (আনারস) বিদ্রোহী প্রার্থী, কুমেদপুর ইউনিয়নে আমিনুল ইসলাম (নৌকা), মদনখালী ইউনিয়নে নুর মোহাম্মদ মঞ্জু(চশমা) বিদ্রোহী প্রার্থী, টুকুরিয়া ইউনিয়নে আতাউর রহমান মন্ডল (নৌকা), শানেরহাট ইউনিয়নে মেছবাহুর রহমান (নৌকা),পাঁচগাছি ইউনিয়নে মোঃ বাবলু মিয়া(নৌকা), চতরা ইউনিয়নে এনামুল হক শাহীন (নৌকা) ও কাবিলপুর ইউনিয়নে রবিউল ইসলাম রবি (নৌকা) নির্বাচিত হয়েছেন। ভেন্ডাবাড়ি ইউনিয়নে মেম্বর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের জের ধরে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। বড়দরগাহ ইউনিয়নের বড় আমবাড়ি ভোট কেন্দ্রে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের ছোঁড়া গুলিতে চাপাবাড়ি গ্রামের এনামুল (২৫),আমবাড়ি গ্রামের শাহাজাদ(৩০)সহ ১২ জন আহত হয়। পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় (নাইয়ার বাজার) ভোটের ফলাফল প্রকাশ করে দায়িত্বরত প্রিজাইটিং, পুলিং ও আনছার সদস্যরা সরঞ্জমাদি গাড়িতে উঠিয়ে উপজেলা সদরের ফেরার প্রস্তুতি নিলে স্বতন্ত্র প্রার্থী বাবলু মন্ডলের (আনারস)নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জমাদি বহনকারী গাড়ীতে অগ্নিসংযোগ করে এবং দায়িত্বরত আনছার ও পুলিশসহ অন্যান্যের মারপিট করে। এতে প্রায় ১০/১৫জন আহত হয়। অগ্নিসংযোগে গাড়িসহ ব্যালট পেপার পুড়ে যায়। ওসি সরেস চন্দ্র তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পরেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।