নোয়াখালীর সেনবাগে শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেনবাগ উপজেলা ও পৌরসভা যুবলীগ।
বৃহস্পতিবার (১১ সেপ্টরম্বর) বিকেলে সেনবাগ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সেনবগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্নরায় উপজেলা চত্বরে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আসম জাকারিয়া আল মামুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিঠু, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন রানা।
পরে উপজেলা অডিটোরিয়ামে যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে ও ইব্রাহিম হোসেন রকির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।পরে অতিথি বৃন্দ কেক কেটে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।