কুমিল্লার হোমনায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ নং নিলখী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই ইউনিয়নে তিনি (আওয়ামী লীগ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ পাঁচ জন মনোনয়নপত্র জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
এদিন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলামসহ অন্যরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার জালাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্ধারিত সময় শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বেসরকারিভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ফোনে এই প্রতিনিধিকে জানান, নিলখী ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ পাঁচ জন মনোনয়নপত্র জমা দেন। আজ (গতকাল) বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সে অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার জালাল উদ্দিন ছাড়া অন্যরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে নিয়ম অনুযায়ী খন্দকার জালাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার জালাল উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ, জেলা-উপজলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নিলখী ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। যারা মনোনয়ন প্রত্যাহার করছেন তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিলখী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া কাছে দোয়া চেয়েছেন।