চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে কেন্দ্র দখল, দাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। নির্বাচনী সহিংসতায় তাদের সমর্থকরা ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ৪ জন মেম্বার প্রার্থীকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে সোনাইছড়ি ইউপি'র ঘোড়ামারা কেন্দ্রে ভোর রাতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সহ একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ১ঘন্টা পর আবারো মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ মেম্বার প্রার্থী ফোরকান ও মাহাবুবকে আটক করেছে। অপরদিকে সকাল সাড়ে ৯ টায় সোনাইছড়ি বার আউলিয়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ দুই মেম্বার প্রার্থী নাছির ও সিরাজুল ইসলামকে আটক করেছে। বাঁশবাড়িয়া বোয়ালিয়াকুল মাদ্রাসা কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল ১১ টায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। দুপুর ১২ টার পর থেকে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেএ সব কেন্দ্রে আবারো ভোট গ্রহণ শুরু হয়। সীতাকু- থানার ওসি তদন্ত সুমন বলেন, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪ মেম্বার প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে।