কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর (সাবিত্রা) উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিধায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফরিদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভার প্যানেল মেয়র ছাদেক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন দুলাল, কাউন্সিলর জামাল হোসেন সোহাগ, মক্রবপুর ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমুদার, কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, সমাজ সেবক আহসান উল্যাহ, আলী হোসেন, আবদুল মোমিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার সোহরাব হোসেন। এর আগে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দানবীর মুন্সি ফজলে আলী, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা হারেছ আহম্মেদ। অনুষ্ঠান শেষে ইসলামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনকে অতিথিবৃন্দ কবি নজরুল স্বর্ণ পদক এ্যায়ার্ড পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান।