রংপুরের তারাগঞ্জে জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের এসএসসি ২১ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।বুধবার সকালে জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ কল্যাণ সংস্থা (জিকেএস) এর সভাপতি ও রাধারাণী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান। জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক সাদেকা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের অধ্যক্ষ গোলাম মেহেদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রবিউল হাসান রিপন, বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান শিপু, জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের পরিচালক সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন, ফাজিলপুর শিশুনিকেতন অধ্যক্ষ বকুল ইসলাম, দায়মুল্লা ইসলামিক কিন্ডারগার্টেন অধ্যক্ষ বুলবুল আহম্মেদ, জিকেএস পাবলিক স্কুল এ- কলেজের উপাধ্যক্ষ ইসরাত আরা ললি, সহকারী শিক্ষক মোরসালীন ইসলাম, রাবেয়া বেগম, তানজিনা বেগম, জিমু ইসলাম, কাজলী, মোহসেনা বেগম, উম্মেহানী, জহুরুল আলম, আবদুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন হাতে তুলে দেন।