রাত পোহালেই রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। যে ১০টি ইউনিয়নে নির্বাচন হবে সে গুলো হচ্ছে চৈত্রকোল, ভেন্ডাবাড়ী, বড়দরগাহ, কুমেদপুর, মদনখালী, টুকুরিয়া, শানেরহাট, পাঁচগাছি, চতরা ও কাবিলপুর ইউনিয়ন। উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং প্রার্থীদের দৃশ্যমান প্রচারনাও শেষ। এখন অপেক্ষা শুধু ভোট গ্রহনের। এবারের এ নির্বাচনে একাধিক ইউনিয়নে দ্বি-মুখী আবার একাধিক ইউনিয়নে ত্রি-মুখী লড়াই এর সম্ভাবনা রয়েছে। একাধিক সুত্র ও বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নে নৌকা প্রতিকের আরিফুজ্জামান শাহ এর সঙ্গে প্রতিন্দিন্দ্বীতা হবে আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আরিফুল ইসলামের। ভেন্ডাবাড়ী ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বীতা নেই। এখানে নৌকা প্রতিকের প্রার্থী ছাদেকুল ইসলাম এর জয় অনেকটাই নিশ্চিত। কারণ এখানে ভাল কোন প্রার্থী নেই। বড়দরগাহ ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হবে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মাফিয়া আক্তার শীলার। ভোটের ব্যবধান হবে অনেক। কুমেদপুর ইউনিয়নে নৌকা প্রতিক এর প্রার্থী আমিনুল ইসলাম,আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক ও ঘোড়া প্রতিকের প্রার্থী আবদুস সালেক এর মধ্যে ত্রি-মুখী প্রতিদ্বকন্দ্বীতা হবে। মদনখালী ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী শামছুল আলম, আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান ও চশমা প্রতিকের প্রার্থী নুর মোহাম্মদ মনজু এর মধ্যে ত্রি-মুখী লড়াই হবে। টুকুরিয়া ইউনিয়নে লড়াই হবে দ্বি-মুখী। নৌকা প্রতিকের প্রার্থী আতাউর রহমান মন্ডল ও আনারস প্রতিকের প্রার্থী মিজানুর রহমান শাহীনের সাথে। শানেরহাট ইউনিয়নে লড়াই হবে নৌকা প্রতিকের প্রার্থী মেজবাহুর রহমানের সাথে আনারস প্রতিকের প্রার্থী আবেদ হোসেন মাজু খাঁন মধ্যে দ্বি-মুখী। পাঁচগাছি ইউনিয়নেও লড়াই হবে দ্বি-মুখী। নৌকা প্রতিকের প্রার্থী বাবলু মিয়ার সঙ্গে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বাবলু মন্ডল এর। চতরা ইউনিয়নে লড়াই হবে দ্বি-মুখী। নৌকা প্রতিকের প্রার্থী এনামুল হক ও ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজুর মধ্যে। কাবিলপুর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী রবিউল ইসলাম এর সঙ্গে প্রতিদ্বকন্দ্বীতা হবে লাঙ্গল প্রতিকের প্রার্থী শামসুল আলম এর। তবে ভেন্ডাবাড়ী ছাড়া অবশিষ্ট ৯টি ইউনিয়নের প্রতিটিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে বিজী প্রার্থীর ভোটের ব্যবধান হবে সামান্য মর্মে অভিজ্ঞ মহল মনে করছেন।