কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে।
স্ব স্ব বিদ্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মিলাদ ও বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রুমন দে। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম।
সিনিয়র শিক্ষক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. ফারুক উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল হামিদ, সিনিয়র শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, আনারকলি ও সহকারী শিক্ষক তাজরুল ইসলাম, পরিক্ষার্থী সানজিদা আক্তার হেপি, শিক্ষার্থী মানছুরা আক্তার জেসী প্রমুখ।
শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করেন সহকারী শিক্ষক  মাওলানা মমিনুল হক।
আদর্শ উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।