রংপুরের পীরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল আলমের সভাপতিত্বে উপজেলা কৃষি হলরুমে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুজ্জামান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবদুল লতিফ প্রমুখ। পরে ২০২১-২২ অর্থ বছর রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বোধনী দিনে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গোটা উপজেলায় ৪ হাজার ৩৪০ জন কৃষককে প্রণোদনা দেয়া হবে।