পিরোজপুরের শংঙ্কপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনায় গিয়ে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ছোঁড়া গুলিতে পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ আহত হওয়ার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে জেলা যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু।
মন্টু তার লিখিত বক্তব্যে জানান, পিরোজপুরের ৩ টি উপজেলার ৮ ইউনিয়নের ইউপি নির্বাচনে একটি স্বার্থান্বেষী মহল নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহল রোববার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শংঙ্কপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী প্রচারনা শেষে বাড়ী ফেরার পথে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনার প্রধান আসামি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর গ্রেফতার হলেও মূল আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নামমাত্র কয়েকজন আসামীকে গ্রেফতার দেখালেও মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি। তারা বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। তাই মামলার অন্যতম আসামি রিয়াজুল মাতুব্বর, কনক মাতুব্বর, কবির মাতুব্বর, আশিকুর রহমান নোমান, স্বপন গাজী, লাবু, সাবু, আজমীর সহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, শুধু শংঙ্করপাশাই নয় সদরের সিকদারমল্লিক ইউনিয়নসহ জেলার অন্য উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ওই মহলটি প্রভাব বিস্তার করে চলেছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে.এম.মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাইদ,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা।