নোয়াখালীর সেনবাগে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে চিকিৎসক, নার্স ও পরিচালকদের নামে মিথ্যা মামলা এবং অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন সেনবাগ সেন্ট্রাল হাসপাতাল কতৃপক্ষ।
সোমবার রাতে সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সেন্ট্রাল হাসপাতালের পরিচালক কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন গত ১৫ অক্টোবর মামলার বাদী মশিউর রহমান সবুজ তার সন্তান সম্ভাবা বোনকে তাদের পরিবারিক ডাক্তার মহিবুস সালাম খাঁন সবুজের পরামর্শে আমাদের হাসপাতালে ভর্তি করান। এরপর নরমাল ডেলিভারি মাধ্যমে একটি ছেলে শিশুর জন্ম হয়। ডেলিভারির একদিন পরদিন শিশুটি অসুস্থ হলে সবুজের পরামর্শে আমাদের হাসপাতালে শিশু ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন, কিন্তু তারা শিশুটিকে সেখানে না নিয়ে সময় ক্ষেপন করেন। পরবর্তীতে তাদের পারিবারিক ডাক্তার সবুজকে দেখানো হলে তিনিও শিশুটিকে আুন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন, কিন্তু তারপরও তারা শিশুটিকে নিব নিচ্ছ বলে প্রায় ৬ঘন্টা পর প্রথমে ফেনী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৬ অক্টোবর রাতে নবজাতকের মৃত্যু হয়। শিশুটি চিকিৎসার্ধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সে ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় বা অবহেলার কোন ঘটনা কিছুই হয়নি।
এরপর প্রায় ১৮ দিন পর শিশুটির পিতা থাকা সত্বেও তার মামা মশিউর রহমান সবুজ বাদী হয়ে ডাক্তার, পরিচালক, নার্স সহ ৭ জনকে আসামি করে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেন। এবং মামলার তদন্তের আগেই ৭ নভেম্বর হাসপাতালের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে আমাদের হাসপাতালের সম্মান হানী করেন যা উদ্দেশ্যে প্রনোদিত বলে প্রতীয়মান হয়।
তাছাড়া সাংবাদিক সম্মেলনে তিনি ডাঃ মহিবুস সালাম খাঁন সবুজকে সেন্ট্রাল হাসপাতালের মালিক বলে উল্লেখ করেন যা আদৌ সত্য নয়।তিনি এই হাসপাতালে গেষ্ট ডাক্তার হিসাবে রোগী ধেখেন মাত্রঅ
এসময় সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সেন্ট্রাল হাসপাতালের পরিচালক কাউন্সিলর আক্তার হোসেন মিন্টু, আলিফ হাসপাতালের পরিচালক মনোয়ার হোসেন প্রমূখ।