শেরপুরের নালিতাবাড়ীতে আজ ৮ অক্টোবর সোমবার সকালে পৌর শহরের মধ্য বাজারে চকবাজার সমিতি ভবেনের দুতলায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিঃ (ইউসিবি) শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
ইউসিবি লিঃ শেরপুর শাখা প্রধান মোঃ রেজাউল কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিঃ এর ময়মনসিংহ শাখা প্রধান (ভাইস প্রেসিডেন্ট) নূর উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউসিবির টাংগাইল শাখা প্রধান জুবায়ের ইবনে জাহান, ঘাটাইল শাখা প্রধান মোঃ এএইচএম রহমান, শেরপুর অপারেশন ম্যানেজার জুবায়ের আহম্মেদ নোমান, নালিতাবাড়ী উপ শাখার সাব ইনচার্জ হুমায়ন কবির, বীরমুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান আক্তারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন চক বাজার ক্ষুদ্র ব্যববসায়ী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মোঃ শফিউদ্দিন মোল্লা।