চিকিৎসা বেসা পেয়ে খুশি ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের হাজারো পরিবার। দীর্ঘদিন এই চরের মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত ছিল। চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করে দুর্গম এ পদ্মারচরে নির্মিত হয়েছে মাজেদা বেগম ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে এখন নিয়মিত চিকিৎসা পেয়ে খুশি তারা।
ফরিদপুর সদর উপজেলার অবহেলিত জনপদের নাম ডিক্রীরচর ইউনিয়ন। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল। চরাঞ্চলের এসব মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তাকরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোশিয়েশনের সভাপতি এ কে আজদ ৫০শতাংশ জমি দান করেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় ও বর্তমান সরকারের সহযোগিতায় নির্মিত হয়েছে মাজেদা বেগম ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। নির্মাণ কাজ শেষে এখন নিয়মিত হাসপাতালটি থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চরাঞ্চলের মানুষদের।
এই প্রকল্পে আছে তিন তলা বিশিষ্ট দুটি ভবন ও সীমানা প্রাচীর। একটিতে ওটি রুমসহ আধুনিক সকল সুযোগ সুবিধাসহ ১০শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন। অপরটি ৬ইউনিটের আবাসিক ডরমেটরী ভবন। ডরমেটরী ভবনে ৩জন ডাক্তার ও ৩জন ভিজিটরের বসবাসের ব্যবস্থা আছে।
মাজেদা বেগম ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আশা রহিমা বেগম বলেন, আমাদের চরাঞ্চলে খুবই সমস্য। রাস্তা-ঘাট নাই। আমরা অসুস্থ হলে ডাক্তার দেখাতে যেতে হতো শহরে। ডেলিভারীর রোগীর ব্যাথা উঠলে ঘোড়ার গাড়ি, মটোরসাইকেল, তার পর বিশাল পদ্মা নদী পাড়ি দিয়ে তার পর অটো কিংবা অ্যাম্বুলেন্স করে শহরের হাসপাতালে নিতে হয়। এভাবে নিতে নিতে কোন কোন সময় দেখা গেছে রোগী মারা গেছে, আবার কোন কোন সময় পথেই ডেলিভারি হয়ে গেছে। এখন হাসপাতাল হইতেছে। এখন আমরা এখান থেকে সেবা পাচ্ছি। আমরা হাসপাতাল হওয়াতে খুশি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৫০ শতাংশ জমির উপর নির্মিত হয়েছে এ হাসপাতালটি প্রথমে ১০ শয্যা বিশিষ্ট হলেও পরবর্তিতে শয্যা স্যংখ্যা ২০ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে একজন মেডিকেল কর্মকর্তা (ক্লিনিক),
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোশিয়েশনের সভাপতি ও জমি দাতা বিশিষ্ট শিল্পপতি এ কে আজদ বলেন, ডিক্রিরচরের মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত। এই চিকিৎসা সেবা বঞ্চিত চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করেই এই মাজেদা বেগম ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন চরাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। পর্যায় ক্রমে এটিকে ২০ শয্যা করা হবে। চরাঞ্চলের মানুষদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। এখন আর চরের মানুষ বিনাচিকিৎসায় মারা যাবেনা।
ফরিদপুর পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো: মোজাম্মেল হক জানান, মাজেদা বেগম ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দুর্গম এলাকায় স্থাপিত হয়েছে। চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিল। চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করেই মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছে। এখন এখানকার গর্ভবতী মায়েরা নিয়মিত সেবা পাচ্ছে। বর্তমানে এখানে একজন মেডিকেল অফিসার, সেকমো, ভিজিটরসহ ফুল টিম মানুষের ২৪ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে। একারনেই এখানকার মানুষেরা এখন চিকিৎসা সেবা নিচ্ছে।