“সম্প্রীতির সমৃদ্ধ জাঁতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ফরিদপুর জেলা শাখা।
কর্মসূচির অংশ হিসাবে সকালে (আইডিইবি) ভবনের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
পরে (আইডিইবি) ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি’র ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: আজিজুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: আক্তারউজ্জামান।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আইডিইবি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম, কেনিক ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি কে এম আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম মিন্টু, পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান শামীম প্রমুখ।
আলোচনা সভা শেষে (আইডিইবি) ভবনের সামনে বেলুন ও শান্তির পতিক পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিথিগণ। আইডিবি ভবন থেকে শুরু হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।