রংপুরের পীরগঞ্জে সহোদরে বিরুদ্ধে নির্বাচনী জনসংযোগ করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন আবু জাহিদ নিউ নামের এক আমেরিকা প্রবাসী। গতকাল রোববার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,উক্ত ইউনিয়নে আগামী ১১ নভেম্বরের কাবিলপুর ইউনিয়নের অনুষ্ঠিতব্য নির্বাচনে টুকনি পাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তৈয়ব মোঃ সাদেক ওরফে আবু চেয়ারম্যান এর প্রথম ছেলে শাহ্ আবদুর রব মোঃ সালেক ওরফে সাকি স্বতন্ত্র আনারস, ছোট ভাই রবিউল ইসলাম নৌকা, তার জ্যাঠাতো ভাই মৃত্যু নুরুল ইসলামের ছেলে সরোয়ার মিয়া কমিউনিষ্ট পার্টির প্রার্থী হিসেবে কাস্তে ও সামছুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আবু জাহিদ নিউ গতকাল রোববার দুপুরে তার লোকজন নিয়ে ওই ইউনিয়নের বিটিসি নামক স্থান দিয়ে প্রবেশ করলে এলাকার শতশত সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে নিউ তার দলবল নিয়ে পালিয়ে পাশ্ববর্তী পলাশবাড়ি উপজেলায় আশ্রয় নেয়। উল্লেখ্য,পারিবারিক কলহের জের ধরে দু’ভাই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি জানান,পারিবারিকভাবে আমাকে হেনেস্থা করতেই আমেরিকা প্রবাসী ভাই এ অপপ্রয়াস চালানোর চেষ্টাকালে ইউনিয়নের জনগন তাকে রুখে দিয়েছে।