কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের খোশারপাড় হাফিজিয়া নূরাণী মাদরাসার সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা সভাপতি মাওলানা আবুল হাশেম। মাদরাসা সহসভাপতি মাস্টার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সেক্রেটারী মাস্টার আবদুল মতিন ভূঁইয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খোশারপাড় হাফিজিয়া নূরাণী মাদরাসার উপদেষ্টা ও নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, মাদরাসার দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন নয়ন, পারভেজ হোসেন, ব্যবসায়ী রবিউল হক ভূঁইয়া রুবেল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সমাজ সেবক চাঁন মিয়া তালুকদার, নুরুল আলম মোল্লা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, খোশারপাড় পশ্চিমপাড়া জামে মসজিদ সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম ভূঁইয়া, সমাজ সেবক দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিল্লাল হোসেন মুকুল, রাসেল ভূঁইয়া, হাফেজ আফজালুর রহমান ভূঁইয়া, প্রবাসী গাজী এয়াকুব আলী, মামুন মুন্সি, মনির হোসেন ভূঁইয়া, মোহাম্মদ ই¯্রাফিল প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।