কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভা শনিবার রাতে ভোলইন স্কুল এ- কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আদ্রা দক্ষিণ ইউনিয়ন আ.লীগ সভাপতি লোকমান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আ.লীগ সদস্য সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান দোলন খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদ্রা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুল ওহাব, আ.লীগ নেতা মাস্টার শাহজাহান, উপজেলা আ.লীগ সদস্য প্রকৌশলী শহিদুল্লাহ চৌধুরী, ইউসুফ কোম্পানী, সৈয়দ গোলাম সারোয়ার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সহ-সভাপতি মাস্টার খলিলুর রহমান, উত্তর ইউনিয়ন আ.লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, উপজেলা আ.লীগ সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উত্তর সাধারণ সম্পাদক মাস্টার মোশারফ হোসেন, দক্ষিণ সাধারণ সম্পাদক মাস্টার মনির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি সদস্য মোহাম্মদ বাবুল প্রমুখ।