শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউপি আওয়ামী লীগের উদ্দোগ্যে এক আলোচানা সভা শনিবার রাতে গাবতলী বাজারে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক। । অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পাঠাকাটা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিৎ কুমার ধর, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক রেজাউল করিম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোকগুল হোসেন সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তাগণ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবদুস ছালামকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।