রোববার (৭ নভেম্বর) সকাল ১০টার সময় সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের হলরুমে ‘নরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাশার। মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট ইকোনোমিক মো. আবদুল মজিদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন কালপোহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিবাহ রেজিষ্টার আ: ওয়াদুদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদ্দুস মোল্যা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইফ ও স্কর্ণা পারভিন। বিদেশ ফেরতদরে মধ্যে বক্তব্য রাখেন মো. মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য, বিদেশ ফেরত ও বিদেশ গমন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিদেশ যাওয়ার আগে যাতে বিদেশগোমন ব্যক্তিবর্গ সঠিক ভাবে যেতে পারে সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।