বেগমগঞ্জ উপজেলায় কাদিরপুর ও শরীফপুর ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহম্মেদ জাবেদ। শনিবার সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও কাদিরপুর ইউনিয়নের ভিবিন্ন ওয়ার্ডে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী আমিনুর রসুল মিন্টু ও সালাহউদ্দিন এর পক্ষে ভোট চান। কাদিরপুর ঘাটলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন আগামী ১১ তারিখে সালাউদ্দিন কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে কাদিরপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখুন। এর আগে গত ২২ অক্টোবর শুক্রবার চৌমুহনীতে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার জের ধরে মন্দিরে অগ্নিসংযোগ ভাংচুর করা ক্ষতিগ্রস্থ্য মন্দির পরিদর্শন করে ব্যক্তিগত পক্ষথেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে প্রতিটি মন্দিরে প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মহিন উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য ভিপি বেলাল, পৌর আওমীলীগ সহ-সভাপতি আজিজুল বাশার স্বপন সহ আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।