লাকসামে (প্রাঃ) হসপিটাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজ সেবক, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর মীর। সম্প্রতি লাকসামে (প্রাঃ) হসপিটাল মালিক সমিতির এক সভায় লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর মীরকে লাকসামে (প্রাঃ) হসপিটাল মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। স্বাস্থ্য সেবায় লাকসামে অবদান রাখছেন আলহাজ¦ মোঃ আবু বকর মীর। তিনি বেসরকারীভাবে কম খরচে স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের অবদান এবং স্বল্পব্যয়ে সর্বাধুনিক স্বাস্থ্য সেবার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে নিত্য নতুন সেবা দিয়ে যাচ্ছেন। তার প্রতিষ্ঠিত লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের স্বাস্থ্য সেবার মান ভালো হওয়ায় সাফল্যে পৌঁছে গেছে। সার্ভিস ও ম্যানেজমেন্ট প্রভুতি ক্ষেত্রে
কার্যক্রমের বিস্তার ঘটেছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালটিতে। স্বাস্থ্য সেবার বাহিরে আছেন এমন দক্ষ ও অভিজ্ঞ লোকদের নজরে পড়ছে ফেয়ার হেলথ হসপিটালের বৈশিষ্ট্য। লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সেলিম মীর ও ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর মীর। দুই সহোদর সহ অভিজ্ঞ পরিচালনা পর্ষদ এ হসপিটালের স্বাস্থ্য সেবার মান উন্নত করনে বিভিন্ন মুখী পদক্ষেপ নেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অভিজ্ঞ মানুষ এবং একজন সৎ ও ধার্মিক মানুষ। পরিচালনা পর্ষদ হসপিটালটির সুনাম বৃদ্ধি করতে সক্ষম ও সফল হয়েছেন। বর্তমানে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ বড় বড় ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন। তাছাড়াও লাকসাম ফেয়ার হেলথ (শান্তা হসপিটাল) এ রয়েছে হৃদরোগ, নাক, কান, গলা, শিশু রোগ, স্ত্রী রোগ, কিডনি রোগ, বক্ষব্যাধি, মেডিসিন বিশেষজ্ঞ সহ সার্বক্ষনিক জরুরী বিভাগ। সার্বক্ষনিক এ্যাম্বুলেন্স সার্ভিস এবং ফার্মেসী খোলা রয়েছে। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল যাত্রা শুরুর পর থেকেই চিকিৎসা সেবায় জনগন উপকৃত হয়েছে এবং স্বাস্থ্যসেবায় হসপিটালটির অবদান দৃশ্যমান। লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সেলিম মীর ও ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আবু বকর মীর সহ পরিচালনা পর্ষদ সদস্যরা সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছেন এবং কর্মকর্তা কর্মচারীরা দিনরাত সেবা দিচ্ছেন। পরিচালনা পর্ষদ রোগীদের চিকিৎসা বাবদ স্বল্পমূল্যে খরচ নেন। স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিতে যাত্রা শুরুর পর থেকে বর্তমানেও একই রকম অঙ্গিকার রেখেছে। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল কর্তৃপক্ষ জানান যাত্রা শুরুর পর থেকে চিকিৎসা সেবায় নিত্য নতুন কার্যক্রম এবং দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তার সমন্বয়ে অপারেশনের কাজ করা হয়। সঠিক রোগ নির্নয় করে রোগীদেরকে সেবা প্রদানের অঙ্গিকার অব্যাহত রেখেছি। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল প্রাঃ লিঃ স্থাপিত হওয়ায় অত্র অঞ্চলের জনগন চিকিৎসা সেবায় উপকৃত হচ্ছে তেমনি হসপিটালটির সাফল্য এগিয়ে রয়েছে। বর্তমানে এই হসপিটালে রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন এবং হসপিটালের সুনাম বৃদ্ধি পেয়েছে।