চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন চন্দনাইশস্হ গাছবাড়িয়ায় কাসেম ফকির(৬২)নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৭ নভেম্বর রোববার ১০টায় উপজেলার খাঁনহাটস্হ একটি দোকান ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্হায় উদ্ধার করা হয়। জানা যায় দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে গফুর সওদাগরের ওই ভাড়া দোকান ঘরে বসবাস করে হযরত পেঠান শাহ(র:)মাজার শরীফের দান বক্সের টাকা তুলতো। নিহত কাসেম ফকির অবিবাহিত এবং পটিয়ার রসিদাবাদ ১নং ওয়ার্ড এলাকার ফজল আহমদের ছেলে। প্রায় ৮/১০দিন আগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারনা করছেন। ময়না
তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। কর্মকর্তা ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।