রংপুরের পীরগাছায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্যে র্যালী, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে উদযাপন করা হয় জাতীয় সমবায় দিবস। সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন। উপজেলা সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার বেগম, উপজেলা সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক মনিকা রানী হালদার, জীবন গড়ি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সর্বাধিক সিডিএফ প্রদানকারী, শ্রেষ্ঠ সমবায়ী ও সমিতিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি র্যালী বের হয়।