রংপুরের পীরগঞ্জে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহোদরসহ একই বাড়িতে তিনভাই কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন । এরা হচ্ছেন-বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী রবিউল ইসলাম রবি (নৌকা), সহোদর আব্দুর রব সালেক (আনারস), জ্যাঠাত ভাই সরওয়ার হোসেন(কাস্তে)। এদের এই প্রতিদ্বন্দ্বীকে ঘিরে এলাকায় বিরুপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১১ নভেম্বর এই উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদে সাথে কাবিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কাবিলপুর ইউনিয়নের টুকনি পাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তৈয়ব মোঃ সাদেক ওরফে আবু চেয়ারম্যান এর প্রথম ছেলে শাহ্ আব্দুর রব মোঃ সালেক ওরফে সাকি স্বতন্ত্র আনারস, ছোট ভাই রবিউল ইসলাম নৌকা, তার জেঠাতো ভাই মৃত্যু নুরুল ইসলামের ছেলে সরোয়ার মিয়া কমিউনিষ্ট পার্টির প্রতিনিধি হিসেবে কাস্তে প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নবাসিরা জানান, পারিবারিক ভাবে দুই ভাইয়ের মধ্যে অন্তর্দ্বন্দের জের ধরে দু’ভাই ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। একই পরিবারের আপন জ্যাঠাতো ভাইও নির্বাচনে অংশ নেয়ায় তারা পৃথকভাবে ইউনিয়নের প্রতিটি ভোটরের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান প্রার্থী সাকি ডাক্তার বলেন ইউনিয়নবাসি উপযুক্ত ও সৎ যোগ্য হিসেবে আমাকে নির্বাচিত করবে। তিনি আরও বলেন আমার বাবা চেয়ারম্যান থাকাকালীন যে ভাবে মানুষের সেবা করে গেছেন আমিও সেই ভাবে মানুষের সেবা দিতে চাই।