কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যাংক চত্ত্বরের মোল্লা মার্কেটে শুক্রবার রাতে ফিতা ও কেক কেটে আব্দুল্লাহ সুইটস্ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, উপজেলা আ’লীগ সদস্য মজিবুর রহমান মিন্টু, আ’লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, পৌর কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, যুবলীগ নেতা মজিবুর রহমান, জাতীয় পার্টি নেতা মফিজুর রহমান, আব্দুল্লাহ সুইটস্ স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।