অনিয়ম প্রায় সব মন্ত্রণালয়ে একটি সাধারণ বিষয়ে পরিনত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য-শিক্ষা বিভাগের ১৭টি ফাইল গায়েব হয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্যে পুরো ব্যবস্থাপনাটির ওপর আবারও অস্বস্তিকর চাপ নেমে এসেছে। এমনিতেই হরেক রকম দুর্নীতি আর বিশৃঙ্খলার মহাদুর্বিপাকে আবর্তিত এই মন্ত্রণালয়টি হিমশিম খাওয়ার অবস্থা। সরকারী স্বাস্থ্য খাতের অনিয়ম, নীতি-নৈতিকতাহীন কার্যকলাপ থেকে শুরু করে অন্যায়ভাবে অর্থ রোজগারের যে অব্যাহত দুর্নীতি-অনিয়ম চলেছে সেখান থেকে মন্ত্রণালয়টি এখনও মুক্ত হতে পারেনি। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার বলয়টির ওপর আস্থা হারানোর বিষয়টি নতুন নয়। তবে করোনাকালের চরম ভয়ঙ্কর সংক্রমণের মধ্য দিয়ে মানুষ যখন হাঁপিয়ে উঠছিল তেমন দুঃসময়ে স্বাস্থ্য খাতের যে অশুভ সঙ্কেত তা আরও প্রবলভাবে দেশবাসীকে নাড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও তেমন যৌক্তিক ও আইনি সুরাহা আজ পর্যন্ত হয়নি।
করোনাই চোখে আঙুল দিয়ে আরও স্পষ্টভাবে নজরে আনে মানুষের স্বাস্থ্যগত জীবনের নিরাপত্তার বলয়টি কতখানি অসংহত এবং সঙ্কটাকীর্ণ। চরম অব্যবস্থাসহ ব্যক্তিগত লোভ চরিতার্থ থেকে অন্যায়ভাবে অর্থ রোজগার ছাড়াও অনুমোদনহীন প্রাতিষ্ঠানিক দুর্বলতাও জনসমক্ষে নগ্নভাবে উন্মোচিত হয়েছে। রাজধানীর রিজেন্ট হাসপাতালের অপকর্ম আর অপতৎপরতার যে দুঃসহ দৃশ্য সবাইকে হতবাক করে দিয়েছে, সেটাও চরম অবাঞ্ছিত, বেআইনী কর্মকা-। যা চিকিৎসা সেবার মতো মহান পেশা ও ব্রতের সঙ্গে একেবারেই সঙ্গতিহীন এবং বেমানান। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ওপরও হরেক রকম অপবাদের বোঝা চাপলে অপসারণ করা হয়ে থাকে। দায়ের করা হয় মামলা।
১৭টি ফাইল লোপাট তথা চুরি হয়ে যাওয়ার চিত্রও সেই পুরনো বোতলে নতুন সুরা ঢালার মতোই কাহিনী। প্রাসঙ্গিকভাবেই দায় বর্তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মূল কার্যক্রমে যারা জড়িত, সে সব দায়িত্বশীল কর্মকর্তার ওপর। এর আগেও কয়েক বার ফাইল হারানোর ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেয়ার তথ্যও মিলেছে। এবারের ফাইল চুরির ব্যাপারটি দেশে আলোড়ন তৈরি করেছে। তোপের মুখে পড়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও। স্বাস্থ্য সচিব জোর তদন্তের জন্য প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। ৬ জনকে ধরে নিয়ে যায় সিআইডি। কয়েকটি গোয়েন্দা সংস্থাও তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ধারায় থানায় জিডি করেছে। তারই ভিত্তিতে তদন্তের কাজ শুরু করা হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবের কাছ থেকেও কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে সিআইডি। ফাইলগুলো ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কক্ষের পাশের ঘরটিতেই। কক্ষের দায়িত্বে থাকা দুজনের কাছে চাবি ছিল। এমন জঘন্য অপকর্মের তদন্ত কাজ যেন জোরালোভাবে এগিয়ে চলে সেটা পর্যবেক্ষণ করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা। তদন্তের ধারাবাহিকতায় অহেতুক কোন চাপ যেন কার্যক্রম বানচাল করতে না পারে সেদিকেও কঠোর নজরদারি আবশ্যক। বারবার স্বাস্থ্য খাতকে নিয়ে এমন অন্যায়, অপবাদ, অভিযোগ বর্তানো আদৌ কোন শুভবার্তা নয়। সমস্যা কোথায় নিহিত সেটাও অনুসন্ধান করা সময়ের ন্যায্য দাবি। এমন সব অঘটন বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এ কথাও তদন্তের স্বার্থে আমলে রাখা গুরুত্বপূর্ণ। সরকার এ ক্ষেত্রে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে এটাই কাম্য।