জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশন এর মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার ছোট বোন সেতারা বেগম (৫৯) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পনে ৮টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার রানীপুকুর নুরপুরস্থ মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন হয়। এদিকে সেতারা বেগম মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহাসচিব ও রংপুর জেলা সভাপতি ও জাতীয় সংসদ এর বিরোধীদলীয় চীফ হুইপ আলহাজ¦ মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুর রাজ্জাক, জাতীয় পর্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, জাতীয় পর্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহ্বায়ক আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, আলহাজ¦ মোঃ মাহামুদুর রহমান টিটু Íসহ জাতীয় পার্টি মহানগর ও জেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।