প্রতিবন্ধিতা কোন অভিশাপ নয়,মহান সৃষ্টি কর্তা প্রদত্ত একটি সীমাবদ্ধতা। প্রতিবন্ধি ব্যক্তি আমাদের ভাই, বন্ধু,সন্তান তাদেরকে বাদ দিয়ে সমাজ,জাতি তথা রাষ্ট্রের সফলতা ম্লান হয়ে থাকবে। সকল ধরনের প্রতিবন্ধিদের সাথে তাদের চাহিদা মত আচরন,সম্মান ও সুযোগ দিয়ে প্রতিবন্ধিদের জাতির মূল ¯¯্রােতধারায় সম্পৃক্তকরণ এখন সময়ের দাবি।
“কাউকে বাদ দিয়ে নয়” এই মূল দর্শনকে সামনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা-২০৩০ এর অভিযাত্রা। অভিযাত্রার কাঙ্খিত ঠিকানায় পৌঁছার ক্ষেত্রে সমাজের পিছিয়ে পড়া,পিছিয়ে রাখা,পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩” অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণে সকল স্তরের শ্রেণী,পেশার মানুষ,পরিবার ও সমাজ একযোগে কাজ করতে হবে।
হাটহাজারী উপজেলা সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সহায়তায় ঘাসফুল কর্তৃক মেখল ইউনিয়নে বাস্তবায়নাধীন সোশ্যাল এ্যাডভোকেসি এ- নলেজ ডিসেমিনেশন ইউনিটের আওতায় প্রতিবন্ধিতা জরিপে অন্তর্ভূক্তিকরণ বিষয়ক “মতবিনিময় সভা” ও “সনাক্তকরণ ক্যাম্পেইন” এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা এসব
কথা বলেন। হাটহাজারী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুল এর ডিরেক্টর (অপারেশন) জনাব মুহাম্মদ ফরিদুর রহমান।
মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল কর্মকর্তা সোহনিয়া আকতার বিল্লাহ।
প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কিত বিষয়ে প্রেজেন্টেশন প্রদান ও সঞ্চালনা করেন ঘাসফুল এর ব্যবস্থাপক ও এসডিপি ফোকাল মোঃ নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা আলম,হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ খোরশেদ আলম শিমুল ও সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ আরিফ।
মতবিনিময় সভায় প্রতিবন্ধি ব্যাক্তির অভিভাবকগণ অনুভূতি প্রকাশ করে বলেন আপনারা আমাদের পাশে থেকে আমাদের সহায়তা করলে আমাদের সন্তানগণ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
এই সময় উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,সদস্যবৃন্দ, মেখলের এর বিভিন্ন ওয়ার্ড হতে শিক্ষক,ইমাম,সমাজ প্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন ধর্মীয় নেতা,প্রতিবন্ধি ব্যক্তি,অভিভাবকসহ সকল শ্রেণী পেশার মানুষ ও ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।