মেয়াদ উত্তিন্নেরর আগে নির্বাচনী তফসিল ঘোষনা করায় নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
নবীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি হাইকোটের মামলা নং ৯৬৮৬/২১ আবেদনের পরিপ্রেক্ষিতে ০২ নভেম্বর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবুর রহমান ও মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার নেতৃত্বে গঠিত যৌথ বেঞ্চ আগামী ৬ মাসেন জন্য ওই স্থগিতাদেশ প্রদান করে। নির্বাচনের ওপর স্থাগিতাদেশ দেওয়ার কারণে আগামী ২৮ নভেম্বর নবীপুর ইউনিয়নের নির্বাচন হচ্ছেনা।
নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আজাহার উল্লাহ ভূঁইয়া।
মামলার সুত্রে জানাগেছে,নবীপুর ইউনিয়নের নির্বাচন বিগত ২০১৭ সালের ২৪ সেপ্টেম্ব অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর ২০১৭ সালে চেয়ারম্যান ও মেম্বাররা শপথ গ্রহন করেন। এরপর ২০১৭ সালের ৬নভেম্বর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুয়াই পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম সভার শুরুর দিন থেকে ৫বছরের সময় গননা মেয়াদ শুরু ও শেষ হয়। এতে আগামী কাল (৬ নভেম্বর) মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু নির্বাচন কমিশন মেয়াদ শেষ হওয়ার আগে গত ১৪ অক্টোবর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও অপর ৫টি ইউনিয়নের সঙ্গে নবীপুর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষনা করেন। মেয়াদ থাকার পরও তফসিল ঘোষনা করায় নবীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি গত ২১ অক্টোবর নির্বাচন কমিশনে একটি আবেদন করেন। ওই আবেদনের অনুলিপি দিয়ে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোটের বিচারপতি মোঃ মজিবুর রহমান ও মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার নেতৃত্বে গঠিত যৌথ বেঞ্চে মামলা ৯৬৮৬/২১ দায়ের করলে বিচারপতিগন নির্বাচন কমিশনের স্বারক নং-১৭৯৯.০০০০..০৭৯.৪১.৩৭১ নির্বাচনী তফসিল ৬মাসের জন্য স্থগিত করেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর ইসলামের সঙ্গে শুক্রবার সকাল ১০টার সময় যোগাযোগ করলে তিনি এ ধরণের কোন কাগজপত্র এখনো পাননী বলে জানান। তবে, স্থগিতাদেশের কাগজপত্র পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। এর অনুলিপি দেওয়া হয় ১ঃ প্রধান নির্বাচন কমিশন ঢাকা। ২ ঃ সেক্রেটারী নির্বাচন কমিশন। ৩ ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিভাগ,৪ ঃ জেলা প্রশাসক নোয়াখালী। ৫ ঃ জেলা নির্বাচন অফিস নোয়াখালী ও ৬ ঃ সেনবাগ উপজেলা নির্বাচন অফিসার।