কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের মানিক মুড়ায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে ১১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল দুই কক্ষ বিশিষ্ট ১১ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামীমা আক্তার, ভূমি উপসহকারী কর্মকর্তা নিত্যানন্দ সূত্রধর প্রমুখ।