আগামী ১১ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার কুতুবপুর ইউনিয়নের বটতলায় টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল হোসেন ইউনিয়নের মহিলা ভোটাদের সাথে মতবিনিময় করেন। ইউনিয়ন আওয়ামীলীগীগের সহ-সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ কামাল হোসেন চেয়ারম্যান, এই সময় তিনি বলেন আমি অতিতেও কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম, কি সেবা দিয়েছি, কেমন আচরণ আপনারা আমার কাছে পেয়েছেন, বিচারের দায়বার আমি ইউনিয়ন বাসীর কাছে দিলাম। কোন প্রচার প্রচারণা ও মাইকিং ছাড়া মা-বোনদের উপস্থিতি দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। তিনি তার টেলিফোন মার্কায় সকলের দোয়া ও ভোট প্রত্যাশা করেন। এই সময় উপস্থিত ছিলেন জমিদার হাট বি.এন উচ্চবিদ্যালয়ের শিক্ষক বেলাল মাষ্টার, বটতলা জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ অজি উল্যা সহ দলমত নির্বিশেষে সকল শ্রেনি পেশার মানুষ। কয়েক হাজার মহিলা ভোটার জনসভায় অংশগ্রহণ করে টেলিফোন মার্কার সমর্থনে জনসভাকে জনশ্রোতে পরিণত করেছে।