হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারে বৌদ্ধদের পবিত্র দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানে বক্তারা বলেছেন যে ব্যক্তি প্রতিনিয়ত কুশল কর্ম করে সেই ব্যক্তির ইহকাল ও পরকাল সুখের হয়। বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের নিদের্শনা পাপকে বর্জন করা। লোভ হিংসা বর্জন করে চিত্তকে পরিশুদ্ধ করতে পারলেই নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা সম্ভব। সম্পদের পাহাড় মানুষের মনে প্রশান্তি দিতে পারেনা। তাই সম্পদ নয়, মানব কল্যানের জন্য কাজ করতে হবে। বৃহস্পতিবার বিহারের ৬ষ্ঠ সংঘরাজ নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ২য় সর্ব্বোচ্চ ধর্মীয় গুরু উপ সংঘরাজ স্মৃতিধর শ্রীমৎ শীলানন্দ মহাথেরো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচিত্র ধর্ম কথিক উপ সংঘরাজ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথেরো। প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ জ্ঞানরতœ মহাথেরো। আশীর্বাদ ছিলেন হাটহাজারী অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক শ্রীমৎ শীলরক্ষিত মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী আঞ্চলিক ভিক্ষু সমিতির সহ- সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে ভদন্ত দীপানন্দ মহাথের, ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। আলোচক ছিলেন ডঃ বুদ্ধপাল মহাথের, ডঃ দেবপ্রিয় মহাথের ও চট্টগ্রাম মহানগর সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত বোধিমিত্র মহাথেরো।চীবরদান সভার উদ্বোধন করেন গৌতমাশ্রম বিহার ও পালি কলেজের অধ্যক্ষ ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাথের। সম্পাদকীয় বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণত সম্পাদক সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ অনুপম বড়ুয়া। মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে সুব্রত বড়ুয়া ও সুজন বড়ুয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন জ্যোতিশ্রী শ্রমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সমাজকর্মী বিজয় দর্শন বড়ুয়া, তেজন্দ্র লাল বড়ুয়া। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রধান শিক্ষক সনৎ কুমার বড়ুয়া। সভাপতিতে সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যাপক অনুপ কুমার বড়ুয়া। সকালে মহামারী করোনা থেকে পরিত্রানের জন্য অষ্টপরিস্কারসহ সংঘদান ও বিশেষ প্রার্থানার আয়োজন করা হয়।