সারা দেশে আলোচিত রংপুরের পীরগঞ্জ উপজেলার জেলে পল্লীর নারকীয় ঘটনার পর থেকেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষজন এখনও পালিয়ে বেড়াচ্ছেন। অসংখ্য নিরীহ নিরপরাধ ব্যক্তিকে গণহারে আটকের পর মামলা দিয়ে জেলে প্রেরনের পর পর্যায়ক্রমে রিমান্ডে নেয়ায় সর্ব সাধারনের মাঝে পুলিশী আতঙ্ক সৃষ্টি হওয়ায় এই অবস্থা বিরাজ করছে। দিনের বেলা এরা এলাকায় থাকলেও সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই যে যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যায়। রাতভর বাড়িতে শুধু নারী শিশুরা অবস্থান করছে। যে কারণে কয়েকটি গ্রামের বাড়ীঘর মুলত এখন অরক্ষিত হয়ে পড়েছে। ঘটনার রাতে জেলে পল্লীর একাংশ নারকীয় কান্ড থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল ওই ইউনিয়নের অদম্য সাহসী সফল চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের দুরদর্শীতায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জেলে পল্লীর তুলনামুলক স্বচ্ছল দক্ষিন পাড়াকে রক্ষা করতে গিয়ে গ্রামীণ সড়ক সংলগ্ন উত্তর পাড়ার অস্বচ্ছল জেলেদের বাড়ীঘরে নারকীয় তান্ডব চালায় একদল উগ্রবাদী। মাত্র তিরিশ মিনিটের ব্যবধানে এ তান্ডবে দরিদ্র জেলেদের বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগে সব কিছু ভস্মীভুত হয়। সাদেকুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান হলেও তিনি খেদমতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। পারিবরিক ভাবেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। ২০১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ছাদেকুল ইসলাম অত্যন্ত সাহসী, সৎ এবং ন্যায়পরায়ন। শুধুমাত্র তার একক প্রচেষ্টায় রামনাথপুর ইউনিয়নে গনহারে গরুচুরি রোধ সম্ভব হয়েছে। স্মরনযোগ্য যে,করিমপুর হিন্দু পাড়ার পরিতোষ নামক এক যুবক কাবা শরীফ নিয়ে অন্যের ফেসবুকে একটি কমেন্টস করে। সেই কমেন্টসকে কেন্দ্র করে বিকেল থেকেই বিভিন্নজন ফেসবুকে বিভিন্নরকম উস্কানীমুলক পোষ্ট দেয়া শুরু করে। সন্ধার পর বিষয়টি সাদেকুল ইসলামের কানে আসে। সাথে সাথেই তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে করিমপুর হিন্দুপাড়ায় পরিতোষের বাড়ী গিয়ে উপস্থিত হন। এ সময় ওসি সরেস চন্দ্র, কয়েকজন কনস্টেবল ও ইউনিয়নের চৌকিদার তার সাথে নিয়ে উত্তেজিত লোকজনকে নিবৃত্ত করেন। এদিকে ফেসবুকের খবর পেয়ে হাজার হাজার উত্তেজিত জনতা পরিতোষের বাড়ী ঘিরে ফেলে। সেখানে বসবাসরত সকল বাড়ীঘরে ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করতে উদ্যত হয়। জীবনের ঝুঁকি নিয়ে উত্তেজিত সহ¯্র লোকজনকে জনপ্রতিনিধিরা শান্ত করার প্রচেষ্টা চালান। শুধুমাত্র এঁদের উপস্থিতি ও সাহসী ভুমিকায় পরিতোষের পাড়া উত্তেজিত জনতার রোষ থেকে বেঁচে যায়। সেখানে অবস্থান করেই ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীকে কসবা জেলে পাড়া রক্ষায় তাঁরা যে ভুমিকা পালন করেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। পরবর্তীতে প্রায় প্রতিদিনই জেলে পাড়ায় নীতি নির্ধারক মহল,সরকারি পদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পদভারে গিজ গিজ করে ওঠে। সরকারিভাবে বাড়িঘর নির্মান করে দেয়া ছাড়াও পর্যাপ্ত ত্রান প্রদানে করা হয়। ত্রান প্রদান করা হয় বিভন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে। যে কারণে ঘটনার দু’সপ্তাহের মধ্যেই জেলে পল্লীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অনেকের সাথেই চেয়ারম্যানকেও অকুস্থলে রোজ ১৫ হতে ১৬ ঘন্টা অবস্থান করতে হয়। ক্ষতিগ্রস্থ কসবা গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি ননী গোপাল একই গ্রামের মৃত. উপেন চন্দ্রের ছেলে দেবেন্দ্রনাথ চন্দ্র, মৃত. অনিল চন্দ্রের ছেলে অভয় চন্দ্র, মৃত. কান্তেশ্বরের ছেলে অমল চন্দ্র মৃত্যু দিনাবন্ধুর পুত্র ভবেশ চন্দ্র, বিমলের স্ত্রী সুদা রানী, বলেন চেয়ারম্যান এবং পীরগঞ্জ থেকে বেশ কয়েকটি মটর সাইকেল এসেছিল কিন্তু লোকজন বেশি হওয়ার কারণে পার্শবর্তি করিমপুর মাঝিপাড়ার গিয়ে বিভিন্ন স্থানে ফোন করে এই কথাটি স্বীকার করেন করিমপুর মাঝিপাড়ার লাল মনের পুত্র সুরেস চন্দ্র কানছিয়ার পুত্র বুদা চন্দ্র, কমলার পুত্র অমুল্য চন্দ্র, স্থানীয় সাংবাদিকদের বলেন, মেয়র তাজিমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি যদি আমাদের পাড়ায় সেই সময়ে অবস্থান না করতো তাহলে কসবা গ্রামের মত আমাদের ঘরবাড়িও সম্পুর্ন জ¦ালিয়ে দেয়ার আশঙ্কা ছিল। এই কথা বলেন বটের হাট বাজারের হোটেল ব্যবসায়ী গোলাম মোস্তফা, বালাই নাশক ডিলার রফিকুল ইসলাম, মালামাল ব্যবসায়ী মাহবুব আলমও জানান,স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত না থাকলে আরো ব্যাপক সহিংসতার আশঙ্কা ছিল। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম বিএসসি বলেন, আমি পরিতোষের পাড়ায় পুলিশসহ অবস্থান করে পরিতোষের বাড়িসহ এই পাড়াটি রক্ষা করতে পারলেও আধা কিলোমিটার দুরে জেলে পাড়ায় আকস্মিক হামলা চালিয়ে লুটপাট করে অগ্নিসংযোগ করে কতিপয় ধর্মান্ধ গোষ্ঠি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চেয়ারম্যানের আহ্বান ছিল, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিরপরাধ কোন ব্যক্তি যেন কারো কোন প্রকার প্রতিহিংসা বা ষড়যন্ত্রের শিকার না হয়, সে দিকটাও দেখতে হবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে।