নীলফামারী পৌরসভা নির্বাচনে ৮৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৬১ জন রয়েছে।
রির্টানিং অফিসারের কার্যালয় সুত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগের হয়ে বর্তমান মেয়র দেওয়ান কামাল আহমেদ,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট স্বতন্ত্র, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাউন্সিলর পদে দাখিলকৃতদের মধ্যে রয়েছে ১নং ওয়ার্ডে ১৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৮ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন এবং ৯নং ওয়ার্ডে ৭ জন।
সংরক্ষিত নারী কাউন্সিলরের তিনটি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৮ জন, ২নং ওয়ার্ডে ৭ জন এবং ৩নং ওয়ার্ডে ৭ জন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান বলেন, ৪ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ৩৮ হাজার ১৩৪ জন ভোটার রয়েছে এ পৌরসভায়। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ৪১৬ জন এবং নারী ভোটার ২০ হাজার ৭১৮ জন। ১৪টি কেন্দ্রের ৯২টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
তিনি জানান, এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ পৌরসভায়। নির্বাচনের আগে মগ ভোটিং দেখানো হবে ভোটারদের।