সীতাকু-েন্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্থানীয় এমপি'র বক্তব্য শেয়ার করাকে কেন্দ্র করে সীতাকু- উপজেলা বিএনপি'র সদস্য সচিব জহুরুল আলম জহুরের সদস্য পদ স্থগিত করা হয়েছে। সীতাকু- উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ অনাকাক্সিক্ষত ঘটনার নিন্দা ও প্রতিবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, সীতাকু- উপজেলা বিএনপি'র সদস্য সচিব জহুরুল আলম জহুরের ফেসবুক আইডি থেকে স্থানীয় এমপি আলহাজ দিদারুল আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সাবিনা ইয়াসমিনের রচিত গান শেয়ার করে মোঃ সুমন নামে একটি ফেসবুক আইডি থেকে প্রচার করেছে। বিষয়টি কেন্দ্রীয় বিএনপি'র নজরে আসায় বিএনপি'র সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত চিঠির মাধ্যমে সীতাকু- উপজেলা বিএনপি'র এ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তীতে সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষরিত অপর এক চিঠিতে এ নেতার সদস্য পদ স্থগিত করা হয়। তবে কারণ দর্শানোর চিঠির সাক্ষরের সাথে স্থগিতকরণ চিঠির স্বাক্ষরের মধ্যে যথেষ্ট গরমিল থাকায় এ স্থগিতাদেশ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে সীতাকু- উপজেলা ও পৌরসভা বিএনপি'র নেতৃবৃন্দ জানিয়েছেন। এ সময় তাঁরা বলেন, দলের জন্য নিবেদিত জহুরুল আলম জহুরের সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার সহ এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সীতাকু- উপজেলা ও পৌরসভা বিএনপি'র নেতাকর্মী থেকে শুরু করে ছাত্রদল, যুবদল ও মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের লেখা ফেসবুকে ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে জহুরুল আলম জহুর বলেন, আমি ফেসবুক সম্পর্কে অনভিজ্ঞ তাই প্রথমে ধারণা করেছিলাম আমার শিশু কন্যা এগুলো আমার ফেসবুক আইডি থেকে শেয়ার করেছে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম আমার ফেসবুক আইডি হেক করে একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে আমার ফেসবুকের স্কিনশর্ট নিয়ে মোঃ সুমন মানে একটি ফেসবুক আইডি থেকে প্রচার করে জনসমক্ষে আমার ভাবমূর্তি ক্ষুণœ করেছে। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছেন বলে জানান। স্থগিতাদেশ প্রসঙ্গে ক্ষোভের সাথে তিনি বলেন, সদস্য পদ স্থগিতাদেশ সংক্রান্ত কোন চিঠি এখনো পর্যন্ত আমি পাইনি তবে নেতাকর্মীদের ফেসবুকের লেখালেখি থেকে বিষয়টি অবগত হয়েছি। এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় বিএনপি'র নেতৃবৃন্দ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথে আন্দোলন সংগ্রাম, মামলা হামলা সহ জেল জুলুম নির্যাতন সম্পর্কে অবশ্যই আছেন। ১৯৮১ সালের সেই ছাত্রজীবন থেকে অদ্যাবধি আমি বিএনপি'র একজন রাজপথের সৈনিক হিসেবে দলের জন্য জীবন উৎসর্গ করেছি। ৩১ টি রাজনৈতিক মামলা মাথায় নিয়ে প্রতি সপ্তাহে মামলার হাজিরা দিতে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম কোর্টে পড়ে থাকতে হয়। তাছাড়া এসব মামলায় আমি একাধিক বার মাসের পর মাস কারান্তরীণ ছিলাম। এ কথাগুলো বলতে গিয়ে জহুরুল আলম জহুর একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। তবে এলাকার সচেতন মহল মনে করেন, দলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ জহুরুল আলম জহুরের মত একজন নেতার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত অবশ্যই তাঁর প্রতি অবিচার করা হয়েছে।